জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার্ট চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান ৪টি ইলেকট্রিক কার্ট উদ্বোধন করেন। এ সময় উপাচার্য ও তার সঙ্গে থাকা প্রশাসনের সংশ্লিষ্টরা গাড়িতে করে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন।
জানা যায়, আগামী মঙ্গলবার থেকে এই কার্ট শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে। দুটি কার্ট ছাত্রদের আবাসিক হল এলাকা থেকে এবং দুটি কার্ট ছাত্রীদের আবাসিক হল-সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যাবে।
প্রশাসনের সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কার্টের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাড়ি উদ্বোধনের সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব এই গাড়ি চালু করেছি। আমরা এক শিক্ষার্থীকে হারিয়েছি অটোরিকশা দুর্ঘটনায়। আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।”
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ। আমরা দেখব স্থানীয়ভাবে নির্মিত এই ইলেকট্রিক কার্ট আমাদের কতটা সেবা দিতে পারে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গুরুত্বের সঙ্গে বলতে চাই, আফসানা করিম রাচির জীবনের বিনিময়ে এটি কখনোই যথাযথ কোনো পদক্ষেপ হতে পারে না। আমরা যেন তাকে ভুলে না যাই, সেই নিদর্শন হিসেবেই এটি গ্রহণ করি। এই পরিবহন দ্বারা যারা উপকৃত হবে, তাদের ভালো অনুভূতিটা যেন তার জন্য দোয়া হিসেবে যায় — এই প্রত্যাশা রাখি।”
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম (রাচি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান। এতে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অটোরিকশা নিষিদ্ধ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের যাতায়াতে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা লাঘব করতেই বিকল্প যানবাহনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বর্তমানে ক্যাম্পাসে প্যাডেলচালিত রিকশা চালু থাকলেও তার সংখ্যা ও ভাড়ার দিক বিবেচনায় তা শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বিকল্প ও টেকসই সমাধান হিসেবে পরিবেশবান্ধব “কার্ট গাড়ি” চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।