রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা শুরুর প্রাক্কালে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানও বক্তব্য রাখেন। সেখানে তাঁরা উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের প্রশ্নেরও উত্তর দেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করে।
ভর্তি-পরীক্ষার এ, বি ও সি ইউনিটের প্রধান সমন্বয়কারীগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর প্রমুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামীকাল শনিবার থেকে রাবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিনে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে এ ও সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে।