খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে আগামী ১৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। এর মাধ্যমে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় বিশ্ববিদ্যালয়টি। গত ১০ ফেব্রুয়ারি শেষ হয় ভর্তি পরীক্ষার আবেদন। C (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) ও D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর A (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও B (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit Card ডাউনলোড করতে পারবে। তবে সেটি নিয়েও বেশ কিছু সমস্যায় পরেন শিক্ষার্থীরা। জেনে নিন পরীক্ষার আগে এডমিট ডাউনলোড করবেন যেভাবে।
এডমিট কার্ড সম্পর্কিত:-
১. প্রশ্নের ভাষা সংক্রান্ত সমস্যা: যাদের এডমিট কার্ডে প্রশ্নের ভাষা বাংলার পরিবর্তে ইংরেজি প্রদর্শিত হচ্ছে, তারা পুনরায় এডমিট কার্ড ডাউনলোড করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তবুও যদি সমস্যাটি বজায় থাকে, তাহলে চ্যাটবট লিংকের মাধ্যমে বিস্তারিত জানালে আইসিটি সেল থেকে প্রয়োজনীয় সমাধান প্রদান করা হবে।
২. Examination Type: যেসব শিক্ষার্থীর এডমিট কার্ডে Examination Type-এ “General” উল্লেখ আছে, তাদের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।
৩. ব্যবহারিক পরীক্ষা: শুধুমাত্র যারা পূর্বে ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন করেছেন, তারাই এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
চ্যাটবট লিংক ব্যবহার করে বিস্তারিত সমস্যার সমাধান করা যাবে। চ্যাটবট লিংক apply.ku.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
অত্যাবশ্যক প্রয়োজন হলে নিচের নম্বরে যোগাযোগ করুন:
ড. মো. তারেক বিন সালাম
সহকারী ছাত্রবিষয়ক পরিচালক, খুলনা বিশ্ববিদ্যালয়
যোগাযোগ: 01911-045067
এহসান মাজিদ মোস্তফা
সহকারী ছাত্রবিষয়ক পরিচালক, খুলনা বিশ্ববিদ্যালয়
যোগাযোগ: ০১৭৭৭৮৫৪৪৪৯
মো: মাহদী-আল-মুহতাসিম
সহকারী ছাত্রবিষয়ক পরিচালক, খুলনা বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ: 01716-107359