মোহাম্মদপুরে ১১ বছরের শিশু নিখোঁজ

New-Project-22-1.jpg
নিজস্ব প্রতিবেদক

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে শিশুটি। আরাবি ইসলাম সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পর তার বাবা-মা ভেঙে পড়েছেন।

সুবার বাবা ইমরান রাজীবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করেছেন।মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, আমি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করা লঞ্চে চাকরি করি। গত দুই মাস আগে আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। মোহাম্মদপুরের তাজমহল রোডে আমার বোনের বাসায় থেকে স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলাম। আমাদের একমাত্র মেয়ে আরাবি ইসলাম সুবা রোববার সন্ধ্যায় আমার বোনের ছেলের সঙ্গে বাইরে যায়। তারা দুজনে কৃষি মার্কেট এলকার প্রিন্স বাজারের সামনে রাস্তা পার হতে গিয়ে সুবার ফুফাতো ভাই একটি গাড়ি ক্রস করে সামনে চলে যায়। পরর্বতীতে সে পিছনে তাকিয়ে দেখতে পায় সুবা নেই। পরে সে আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে বাসায় গিয়ে আমাদের জানায়। আমরা এসে ঘটনাস্থলের আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

 

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন তার অবস্থান জানতে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

Leave a Reply

scroll to top