ময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে বাস চালককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ

New-Project-39.jpg

ময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে বাস চালককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাস চালককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শ্রমিকরা মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ক্ষুব্ধ শ্রমিকরা জনসম্মুখে ইউএনও কে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভার পাশে ইসলাম পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম চালক মোহাম্মদ বুলু মিয়া লাঠি পেটা করেন। এতে তার বাম হাত আঘাত প্রাপ্ত হয়।

মোটর শ্রমিকরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় অচল হয়ে পড়ে আঞ্চলিক এ মহাসড়কটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে পুলিশ ও সেনা সদস্যদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আহত চালক বুলু মিয়া বলেন, ঢাকা যাওয়ার লক্ষ্যে বাসটি চালিয়ে পৌরসভার সামনে আসা মাত্রই ইউএনও বাসে উঠে আমাকে লাঠি পেটা শুরু করে। এতে আমার বাম হাত ভেঙে যায়। পরে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আমি স্যারের কাছে বার বার ক্ষমা চাইলেও তিনি আমাকে ছাড় দেননি। রোজা রাখার পরেও একজন ইউএনও এভাবে আমাকে পেটাবেন কখনও ভাবতে পারিনি।

সড়কে দীর্ঘ যানজটে আটকা পড়া যাত্রীরা বলছেন, চালকরা রাস্তা অবরোধ করায় আমরা ভোগান্তিতে পড়েছি। অনেকে এম্বুল্যান্স সড়কে আটকা ছিলো। অনেকে জরুরি গন্তব্যে যেতে পারেনি সময়মত।

এদিকে আন্দোলনকারী শ্রমিকরা বলেন, গাড়ি চালানো অবস্থায় একজন চালককে ইউএনও যেভাবে মারলেন সেটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছি। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আপাতত প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাস চালককে ইউএনও লাঠি পেটা করলে শ্রমিকরা প্রায় দুই ঘন্টা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যানজট সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে বসে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আজ সন্ধ্যায় বসে আমরা সমাধানের চেষ্টা করব। তবে চালককে মারধর ঠিক হয়নি। যদিও যানজট নিয়ন্ত্রণে সেখানে বাস না দাঁড়াতে নির্দেশনা ছিল।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে জেলা প্রশাসক মুফিদুল আলমকে ফোন দেয়া হলে তার স্টাফ অফিসার জানান, তিনি একটি মিটিংয়ে আছেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন বিষয়টি এখনো তিনি শোনেনি।

Leave a Reply

scroll to top