রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত ১৬ জুলাই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা শামীম হাসান ছোটনকে গ্রেপ্তার করেছে তাজহাট মেট্রোথানা পুলিশ। তিনি হামলার সময় অস্ত্র হাতে নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় শামীম হাসান ছোটনসহ কয়েকজন যুবলীগ নেতা অস্ত্রসহ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালান। এই হামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই শামীম হাসান ছোটন পলাতক ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাজহাট মেট্রোথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “শামীম হাসান ছোটনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
শিক্ষার্থীরা এই গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আশা করি, এই গ্রেপ্তারের মাধ্যমে হামলায় জড়িত অন্যান্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।”