- ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের আকদ সম্পন্ন হয়। গতকাল রবিবার সকালে একটি রিসোর্টে গায়েহলুদ সারেন এই দম্পতি। বিয়ের দেড় সপ্তাহ পড় ছবি প্রকাশ করলেন মেহজাবীন।
- সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ৫টি ছবি শেয়ার করেন মেহজাবীন
- পোস্টের ক্যাপশনে তিনি আদনান আল রাজীবকে নিয়ে এক আবেগঘন বার্তা দেন। সম্পর্কের শুরু থেকে কীভাবে তা প্রণয়ে রুপ নিলো তাই তিনি উল্লেখ করেন।
- পোস্টে তিনি বলেন, “২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।”
- তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিল এই দম্পতি। ফলে বিয়ের ছবি প্রকাশেও ছিলৈা বিধিনিষেধ। বিয়ে নিয়ে আলোচনার মধ্যেই নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন।