‘বাহুবলি’ নির্মাতার ছবিতে প্রিয়াঙ্কা, বিপরীতে থাকছেন মহেশ বাবু

New-Project-13.jpg
নিজস্ব প্রতিবেদক

বলিউডের ‘দেশি গার্ল’ বলা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই প্রিয়াঙ্কাই এখন ভারতীয় ছবিতে নেই। সেটা অনেক দিন হয়। এই সময়টাতে হলিউডের দিকে যাত্রা করেন, বিয়ে করেন, মা হন। অনেক দিন ভারতীয় সিনেমায় দেখা না যাওয়া প্রিয়াঙ্কা এবার হাজির হচ্ছেন বলিউডের সেই চিরচেনা অঙ্গনেই। তাও আবার যেনতেন নির্মাতা নন, এস এস রাজামৌলির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমার জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিকও পাচ্ছেন তিনি।

 

কয়েকদিন আগে ভারতে এসেছেন এই হলিউড-বলিউড তারকা। আর এসেই ভারতের ব্লকবাস্টার নির্মাতা এস এস রাজামৌলির সিনেমায় কাজ করার বিষয়ে দফায় দফায় কথাবার্তা চলে প্রিয়াঙ্কার। এরই মধ্যে রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, যার জন্য বলিউডের এই দেশি গার্লকে দেওয়া হবে ৩০ কোটি রুপি। যা এই সময়ের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক।

রাজামৌলি নির্মিত এ সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও কেনিয়ার বিভিন্ন লোকেশনে।

প্রিয়াঙ্কা ও মহেশ ছাড়া সিনেমায় আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, জন আব্রাহাম তাদের সঙ্গে যুক্ত হতে পারেন।

মহেশ বাবুর এ ছবির প্রথম পর্ব ২০২৭ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে, চলতি বছরের এপ্রিলেই রাজামৌলি এ ছবির শুটিং শুরু করবেন।

 

Leave a Reply

scroll to top