বাড়িঘর-সহায়সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে ওসমান পরিবারের

New-Project-2025-03-06T134128.316.jpg
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ওসমান পরিবার যেমন একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য আর আভিজাত্যের নানা গল্পগাথা। অন্য দিকে প্রভাব-প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি, গডফাদার তকমাসহ নামে-বেনামে বিপুল সম্পদ গড়ার দুর্নাম। অথচ গত ৫ আগস্টের ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ।

তার চেয়েও বড় খবর একে একে ওসমান পরিবারের বাড়িঘর-সহায়সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যে সেলিম ওসমানের প্রায় অর্ধশত কোটি টাকার দুটি বহুতলবিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে। আরো বিক্রির গুঞ্জন এখন শহরজুড়ে।

সরেজমিনে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো নারায়ণগঞ্জে ওসমান পরিবার ঘিরে ভিন্ন এক বার্তা পাওয়া যায়। সবার মধ্যেই ফিসফাস, কানাকানি। সবারই কথা—ওসমান পরিবারের দৌরাত্ম্য শেষ হয়েছে। পরে খোঁজখবর নিয়ে চাঞ্চল্যকর তথ্য কানে আসে। ওসমান পরিবার বাড়িঘর বিক্রি করে চলে যাচ্ছে।

নারায়ণগঞ্জের ‘ধনকুবের’ হিসেবে পরিচিত ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান এরই মধ্যে ওসমান পরিবারের সদস্য ও সাবেক এমপি সেলিম ওসমানের দুটি বাড়ি কিনে নিয়েছেন বলে জানা যায়। ফকির গ্রুপ বাড়িগুলোর দাম কত তা জানাতে অপারগতা জানালেও স্থানীয়রা জানায়, বাড়ি দুটির দাম অর্ধশত কোটি টাকার কম হবে না।

এ বিষয়ে ফকির অ্যাপারেলসের কর্ণধার ফকির মনিরুজ্জামানের সঙ্গে আজ কথা বলতে গেলে, তাঁর পিএস মোক্তার হোসেন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে এর কয়েক মিনিট পরই ফকির অ্যাপারেলস থেকে নিজেকে এজিএম (এডমিন) পরিচয় দিয়ে নাম গোপন রেখে একজন এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন।

পরে এলাকাবাসীর সঙ্গে এ নিয়ে কথা বললে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, ‘গত ৫ আগস্টের পর ওসমান বংশের তিন প্রভাবশালী ভাইয়ের পরিবার একযোগে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে। তাই সঠিক তথ্য দেওয়া সম্ভব না। তবে আমরা যেটুকু শুনতেছি, তাতে ওসমান পরিবারের সবাই পালানোর আগেই তাঁদের সহায়সম্পদ বিক্রি করে গেছেন। বলতে পারেন, ওসমান পরিবারের সম্পদ বিক্রির হিড়িক পড়ে গেছে। যা নিয়ে শহরের বিভিন্ন মহলে এখন ব্যাপক গুঞ্জন চলছে।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘ওসমান পরিবারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টিরও বেশি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সব মামলাই তদন্তাধীন আছে। তদন্ত শেষে যথাসময়ে চার্জশিট দেওয়া হবে।’

Leave a Reply

scroll to top