প্রথমবার একসঙ্গে তৌসিফ মাহবুব-পড়শী

New-Project-12.jpg
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে নাটক ‘মনেরই রঙে রাঙিয়ে’। কে এম সোহাগ রানার পরিচালনায় এ নাটকের শুটিং হয়েছে সিলেটের জাফলংয়ে। কনকনে ঠান্ডায় টানা পাঁচ দিন সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে দৃশ্য ধারণ করা হয়। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও গায়িকা পড়শী।

‘মনেরই রঙে রাঙিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর।

শুধু অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শী। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

 

Leave a Reply

scroll to top