গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর–লুটপাটের তিন মাস দশ দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। বঙ্গবন্ধু বাদ দিয়ে পার্কের নতুন নামকরণ করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়।
৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। গণঅভ্যূত্থানের সময় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ থাকে পার্কটি। দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেয়া হয়েছে আজ।