নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

New-Project-2025-02-28T140528.407.jpg
নিজস্ব প্রতিবেদক

‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’ নামে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যাত্রা শুরু করতে যাচ্ছে সকলের চেনা ছাত্র-জনতার শক্তির নতুন রাজনৈতিক দল।

বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন নতুন দলের উদ্যোক্তারা। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

জানা গেছে, অনুষ্ঠানে বড় জমায়েতের প্রচেষ্টা রয়েছে দলটির। এজন্য আগের অনেক সিদ্ধান্ত বদল করে গত বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীদের অনুষ্ঠানে আসার জন্য  নির্দেশনা দেন।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে নতুন দলের নাম এখনো  চূড়ান্ত করা  হয়নি। এরপর বৈঠকে শীর্ষ পাঁচ পদও সকলকে ভাগ করে দেয়া হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়।

পাশাপাশি বিএনপি-জামায়াত থেকে শুরু করে গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি।

এদিকে, নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।
গত বুধবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

Leave a Reply

scroll to top