১০ মার্চ জামালপুর জেলায় আদালত প্রাঙ্গণে ধর্ষকের বয়স কমিয়ে অপ্রাপ্তবয়স্ক হিসেবে জামিন আদায়ের প্রচেষ্টার ঘটনায় প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে ধর্ষণবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জামালপুরে ১০ মার্চ সকাল ১০:৩০টা হতে বকুলতলা চত্বর হয়ে প্রতিবাদ মিছিল নিয়ে ছাত্র-জনতা দয়াময়ী মোড় শহীদ মিনারের সামনে ধর্ষকদের শাস্তির দাবিতে অবস্থান করে।
এমন সময় ইসলামপুরের এক ধর্ষিতার ভাই জানান আদালতে অর্থের বিনিময়ে ৩৫ বছরের ধর্ষককে ১৬ বছর দেখিয়ে তার জামিনের আবেদন করেছেন এক আইনজীবী। এর প্রতিবাদ করার উদ্দেশ্যে ধর্ষণবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণের দিকে অগ্রসর হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির দায়িত্বশীলরা বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে আলোচনার উদ্দেশ্যে হলরুমে ডাকলে ছাত্র-জনতা সেদিকে যেতে থাকে| এমন সময় আইনজীবী ও মুহুরিদের একাংশ আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে। আকস্মিক ভয়াবহ এই হামলায় গুরুতর আহত আন্দোলনকারীদের হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে ধর্ষণবিরোধী মঞ্চ ধর্ষকের বয়স কমিয়ে জামিন আদায়ের এ প্রচেষ্টাকে প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথার্থ পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানায় এবং আন্দোলনকারীদের উপর করা এ ন্যাক্কারজনক হামলায় উদ্বেগ প্রকাশ করছে।
সেই সাথে জামালপুরে ঘটে যাওয়া এমন ঘটনা যাতে অন্য কোথাও সংঘটিত না হয় তার জন্য প্রশাসনকে সতর্কতার জন্য আহ্বান জানানো হয়।