বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বেদখল হয়ে যাওয়া ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ময়মনসিংহ জেলা শাখার কার্যালয়টি দখলমুক্ত করেছে নবগঠিত কমিটির সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের টাউন হল আবুল মনসুর সড়কের দলীয় কার্যালয়ে তালা খুলে প্রবেশ করেন তারা।
সূত্র জানায়, চলতি বছরের ২০ মার্চ ৩৫ সদস্য বিশিষ্ট আইডিবির ময়মনসিংহ জেলার আহবায়ক কমিটি গঠিত হয়। এ কমিটিতে আহবায়ক হিসেব মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব হিসেবে মো. এমদাদুল হক দায়িত্ব পালন করছেন।
আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নেতৃত্বে ডিপ্লোমা প্রকৌশলী অন্যান্য সদস্যদের কে নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দখলকৃত দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাদের কার্যক্রম শুরু করেন।
দলীয় কার্যালয় উদ্বোধন শেষে আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সরকারের সময়ে প্রকৌশলীরা চরমভাবে বঞ্চিত ছিল। ফলে দেশের সাধারণ উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হয়েছে। এই দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ফ্যাসিস্টদের দখলে ছিলো। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। আমরা সবাই দেশের জন্য কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ।
মো. এমদাদুল হক বলেন, দখলবাজ আওয়ামী সরকারের ডিপ্লোমা প্রকৌশলীরা দলীয় কার্যালয়টি বেদখল করার মতো ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত ছিল। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে আমরা সর্বদা প্রস্তুত আছি।