তিন কলেজের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৫

New-Project-40-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ড. মাহবুবুর রহমান কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েনের তথ্য জানানো হয়। এদিকে, তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ডেমরা-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া, মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

scroll to top