ময়মনসিংহের তারাকান্দায় ফিসারির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর একজন পশ্চিমপাগুলী গ্রামের আনারুল হকের ছেলে মো. তাওহীদ (৬) ও সামিউল হকের মেয়ে মোছা. আফছা মণি (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আফছা মনি সামিউল ও মাইমুনা দম্পতির সন্তান বলে জানান স্বজনরা।
জানা গেছে,দুপুরের দিকে বাড়ির পাশে ফিসারির পাড়ে খেলতে থাকাবস্থায় কোন এক সময় ফিসারির পাড়ে খেলতে যায় শিশু দুটি।অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও শিশু দুটির হদিস না পেয়ে আত্নীয়রা খুঁজতে শুরু করে।একপর্যায়ে ফিসারিতে ভেসে থাকা অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।এ সময় সাউদা নামের অপর এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ফিসারিতে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে যায়। এমতাবস্থায় সাওদা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাওহীদ ও আফছা মণির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ টিপু সুলতান।