ঢাবি শিবিরের ফিলিস্তিন সংহতি কর্মসূচি, ১৩টি হলে ও বিভিন্ন ভবনে পতাকা উত্তোলন

New-Project-1-8.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল ও ফ্যাকাল্টিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার।

শুক্রবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় শিবির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্‌দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল ও অমর একুশে হলসহ ছেলেদের মোট ১৩টি হলে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুধু হলই নয়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বিভিন্ন অনুষদ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও পতাকা উত্তোলন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে টিএসসি চত্বরে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, “গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে আমাদের কর্মসূচি চলবে। ফিলিস্তিনের পাশে বাংলাদেশের ছাত্র-জনতা ছিল, আছে এবং থাকবে।”

ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, “গাজায় এমন কোনো বর্বরতা নেই যা সন্ত্রাসী ইসরায়েল চালাচ্ছে না। অথচ তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালা পশ্চিমা মিডিয়া তাদের পক্ষেই সাফাই গাইছে। আমরা এই দ্বিচারিতাকে ধিক্কার জানাই।আমরা এই ধরনের দ্বিচারিতাকে ধিক্কার জানাই। গাজার অসহায় নারী ও শিশুদের পাশে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকব ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

scroll to top