ঢাবিতে লুঙ্গি চোর আটক!

New-Project-2025-02-21T010818.094.jpg

ঢাবিতে লুঙ্গি চোর আটক!

২৪ ঘণ্টা বাংলাদেশ

বেশ কিছুদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল গুলোতে ক্রমাগত চুরি হচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই চুরি হচ্ছে লুঙ্গি। চুরি করার মত অন্যান্য সামগ্রী থাকলেও সেগুলো বাদ দিয়ে কেন শুধু লুঙ্গিই চুরি হচ্ছে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছিল হাস্যরস।

গতকাল রাতে ধরা পড়ে সেই আলোচিত লুঙ্গি ছবি। গতকাল রাত আড়াইটার দিকে সূর্যসেন হলে আটক করা হয় তাকে। চোরের নাম আনবির আহমেদ ইনজামাম। সূর্য সেন হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সূর্যসেন হলের ৩১৫ নম্বর কক্ষের সামনে বস্তায় লুঙ্গি ঢুকানোর সময় চোর আনবিরকে আটক করা হয়। এ সময় তাকে পরিচয় জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। লুঙ্গি বস্তায় কেন ঢুকাচ্ছেন—এমন প্রশ্ন করলে ইনজামাম বলেন, এই প্রথম নাকি তিনি এই হলে এসেছেন। পরে তার মোবাইল ফোন চেক করেন শিক্ষার্থীরা।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও দীর্ঘদিন ধরে এ এফ রহমান হলের ৩০১ নম্বর কক্ষে থাকত এই লুঙ্গি চোর। তার ফেসবুক প্রোফাইলের তথ্য অনুসারে, ইনজামাম নটরডেম কলেজের শিক্ষার্থী এবং তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

লুঙ্গি চোর আটকের ঘটনায় সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘এখন আমরা তাকে (যুবক) নিয়ে বসেছি। আমাদের হাউস টিউটররা আসছেন। এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই ছেলে কলেজে পড়ার পর আর পড়েনি। বিভিন্ন হলে তার বন্ধু রয়েছে। আমাদের হলেও একজন আছে। তাকেও ডাকা হয়েছে। এ এফ রহমান হলের যে বন্ধু রয়েছে সে বরিশাল। তার সাথে কথা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অবশেষে বহুল আলোচিত লুঙ্গি চোর ধরা পড়ার ঘটনা হাস্যরসের জন্ম দিয়েছে ঢাবি শিক্ষার্থী সমাজে।

Leave a Reply

scroll to top