চ্যাম্পিয়নস ট্রফির ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। বাদ পড়েছেন প্রথম ম্যাচে ডাক মারা ওপেনার সৌম্য সরকার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুউল্লাহ রিয়াদ। পেসার তানজিম হাসানের বদল একাদশে ঢুকেছেন নাহিদ রানা।
নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরুটা ভালোভাবেই করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে তাদের একাদশ অপরিবর্তিত থাকবে এমনটা আশা করা হলেও তাদেরও রয়েছে দুই পরিবর্তন। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন চোট কাটিয়ে আসা রাচিন রবীন্দ্র।
আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের অধিনায়ক উইকেট প্রসঙ্গে বলেন, “খুব ভালো উইকেট বলে মনে হচ্ছে, ব্যাট করলে আরও ভালো হতে পারে। আমরা অনেক ভালো কাজ করছি। রাওয়ালপিন্ডি একটি ভিন্ন চ্যালেঞ্জ।”
তবে আগে ব্যাট করা নিয়ে মোটেও বিচলিত নন শান্ত। তার ভাষ্য খুব ভালোভাবেই খেলবে টাইগাররা। তরুণ নাহিদ রানাকে নিয়েও বেশ আশাবাদী তিনি। তিনি বলেন, সে খুব স্বস্ফূর্ত, গত কয়েক বছর ধরে সে যেভাবে বোলিং করেছে, তার গতি এবং বাউন্স অসাধারণ।
নিজেদের প্রথম হার থেকেও শিক্ষা নিয়েছেন অধিনায়ক শান্ত। তার মতে সেই ম্যাচের অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগবে। ‘এটা (আগের ম্যাচ) আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে, যেভাবে আমরা একটি মানসম্পন্ন দলের বিরুদ্ধে মাঝখানের ওভারগুলিতে ব্যাটিং করেছি, সেই অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগবে।’- বলেছেন শান্ত
ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। যে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।