ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ (১৬ এপ্রিল,২০২৫) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের অবস্থান তুলে ধরে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “ডাকসু নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। এটি শুধুমাত্র একটি নির্বাচন নয়, এটি ছাত্র সমাজের আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখনও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত অপচেষ্টা যার মাধ্যমে ছাত্রদের কণ্ঠরোধ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “যদি অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে যেতে বাধ্য হব। শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি চলবে।”
এ সময় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানাউল্লাহ বলেন, “ডাকসু নির্বাচন শুধু দাবি নয়, এটি একটি সংগ্রামের নাম। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব বঞ্চিত। আমরা দেখেছি প্রশাসন বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর আশ্বাসে বিশ্বাস নেই, আমরা ফলাফল চাই।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সুতরাং ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আন্দোলনে নামবে।”
সংবাদ সম্মেলনে সংগঠনটি বেশ কয়েকটি দাবি তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য:
১. ডাকসু নির্বাচনের নির্ধারিত সময়সূচি ঘোষণা
২. নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন
৩. সব ছাত্র সংগঠনের জন্য সমান সুযোগ সৃষ্টি
৪. নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণযোগ্য রাখা
৫. ছাত্রদের মতামতের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন
ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং ডাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।