ওয়াশিংটনের ক্যাপিটল হিলে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথবাক্য পাঠ করলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সময় অনুযায়ী সোমবার রাত ১১টায় মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান।
শপথের আগে ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন একসঙ্গে একটি লিমোজিনে চড়ে হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে পৌঁছান।
শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প তাঁর উদ্বোধনী ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি শপথমঞ্চে উপস্থিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা ও বাইডেনকে ধন্যবাদ জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সন্তান—ইভানকা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, টিফানি ট্রাম্প, এরিক ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ট্রাম্পের পরিবারের সদস্যদের পেছনেই আসন গ্রহণ করেন প্রযুক্তিখাতের প্রভাবশালী কর্তাব্যক্তিরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ছিলেন এক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস, মেটার সিইও মার্ক জাকারবার্গ ও গুগলের সিইও সুন্দর পিচাই।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার সুপ্রিম কোর্টের ৯ বিচারপতিও। ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাও শপথ অনুষ্ঠানে যোগ দেন। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত প্রধান ক্রিস্টি নোম, পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত মার্কো রুবিওসহ অনেকে উপস্থিত ছিলেন।