জেলেনস্কির সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

New-Project-2025-03-11T183637.226.jpg
নিজস্ব প্রতিবেদক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্পের দূত।

মঙ্গলবার (১১মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। তার আগে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘সৌদির যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি।’

জেলেনস্কি জানিয়েছেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তাস সংস্থা  আরবের সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের উপর জোর দিয়েছেন।

সৌদি আরবে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনা হবে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধিদলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছে। তার আশা, এই আলোচনার ফলে যুদ্ধ বন্ধের পথ খুলে যাবে। এক্স-এ পোস্ট করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে স্বাগত জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক হবে। সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা। সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এই সফরের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তির চেয়ে আসছে। আমরা সব সময় বলেছি যে, যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া।’

জেলেনস্কির কিছুক্ষণ পরেই জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রয়েছেন।

Leave a Reply

scroll to top