জাবিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার সুবিধায় কন্ট্রোল রুম চালু

New-Project-6-2.jpg
জাবি প্রতিনিধি

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্যাম্পাসে ফেরানোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু করেছে জাবি প্রশাসন। আগামী ৭ এপ্রিল থেকে কন্ট্রোল রুম চালু থাকবে। রবিবার (৬ এপ্রিল) পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল ৭ এপ্রিল অফিস খুলছে এবং আগামী পরশু ৮ এপ্রিল থেকে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে। ছুটি শেষে ইতোমধ্যেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফেরার সার্বিক সহযোগিতার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের কন্ট্রোল রুমের নম্বরে (০১৮৭০৩০৪৯৭৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে ফেরার পথে সমস্যায় পড়লে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণপরিবহন কর্তৃপক্ষ এবং হেল্প ডেস্কের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

 

এ বিষয়ে জাবির এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। দীর্ঘ ছুটির পর যখন ক্যাম্পাসে ফিরছি, তখন এমন একটি কন্ট্রোল রুম আমাদের জন্য নিরাপত্তা ও সহযোগিতার একটি বড় আশ্বাস।

ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই খুব ভালো নয়। ডেইরি গেট, প্রান্তিক গেট, ইসমাইল গেট, এমএইচ গেট—এসব এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এজন্য নিরাপত্তা নিয়ে প্রতিটি শিক্ষার্থী উদ্বিগ্ন। ঈদের ছুটির পর অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে ভ্রমণ করে ক্যাম্পাসে ফিরছে—এই সময়টাতে নানা ধরনের জটিলতা বা সমস্যার মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়।

প্রশাসনের এমন আগাম প্রস্তুতি এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর প্রদান নিঃসন্দেহে আমাদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়িয়ে তুলবে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ও গণপরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করায় আমাদের যাত্রা আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহে রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

scroll to top