জাবিতে মঞ্চস্থ হলো “গিলগামেশ”

New-Project-17.jpg

জাবিতে মঞ্চস্থ হলো "গিলগামেশ"

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মঞ্চস্থ হয়েছে পৃথিবীর প্রাচীনতম লিখিত মহাকাব্য অবলম্বনে নাটক “দ্যা এপিক অব গিলগামেশ”। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ল্যাব-৩ তে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয় নাটকটি। নাটকটির নির্দেশনায় ছিলেন নাসির খন্দকার।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা টিম শঙ্খনাদ স্নাতক (সম্মান) ২য় পর্বের পরীক্ষার প্রযোজনা হিসেবে নাটকটি মঞ্চায়িত করেছেন।

বাংলাদেশে এই প্রথম পৃথিবীর প্রাচীনতম লিখিত মহাকাব্য গিলগামেশ মহাকাব্য তার মহাকাব্যিক বিশালতা নিয়ে মঞ্চায়িত হয়। ‘ দ্যা এপিক অব গিলগামেশে’ আছে মানুষের কথা, আছে দেবতার কথা, আছে মরদেহী সত্তার অমরত্বের পিছে ছূটে চলার এক মহা আখ্যান। তবে যে মৃত্যু – মরদেহী মানুষের অমোঘ সত্য, তাকে কেউ অস্বীকার করতে পারে না।

এছাড়া, দেবতা আর দৈবিক ইচ্ছার হাতের পুতুল হয়ে মানুষকে ছুটে চলতে হয় পৃথিবীতে, তার কোন ইচ্ছার মূল্য আছে কিনা – সেই উত্তরই খুঁজে বেড়ায় এনকিদু। আর এনকিদুর সংস্পর্শে গিলগামেশ ধীরে ধীরে পরিণত হয় মানুষের সমসত্তায়।

‘দ্যা এপিক অব গিলগামেশ’ নাটকে অভিনয় করার অনুভূতি ব্যক্ত করে সাব্বির হোসেন বলেন, ‘প্রথম বারের মতো মঞ্চে অভিনয় করছি। এ এক অন্যরকম অনুভূতি। গতানুগতিক কোর্সের বাইরের এই কোর্স আমাদেরকে অনেক নতুন বিষয়ে জানতে সাহায্য করেছে।’

  • নাটকটির অভিনয়ে আরো মঞ্চে উপস্থিত ছিলেন-
  • মোরসালিন
  • রবিউল
  • আশিক
  • সজল
  • নাইম
  • নুরুজ্জামান
  • রোজ
  • হিমেল
  • জুনায়েদ
  • তাজবীদ
  • রাদিয়ান
  • মীম
  • নাঈমা
  • নিতু
  • অথৈ
  • আনিকা
  • রামিসা
  • নাবিলা
  • তূরী
  • বাবু
  • হাসিন
  • হিরন

এছাড়াও প্রযোজনা ব্যবস্থাপনা: সজল, হিমেল, রাদিয়ান নির্বাহী প্রযোজক: রোজ, তাজবীদ সঙ্গীত: নাসির, মীম, আনিকা সঙ্গীত ব্যবস্থাপনা : রামিসা, তাজবীদ, অনিরুদ্ধ হৃদয় সেট ও প্রপ্স ব্যবস্থাপনা: ফিজা, রবিউল, নূর আর্ট ডিজাইন ও ব্যবস্থাপনা : ইমাম মাহাদী, আব্দুর রহমান ইমন, অর্নিক চাকমা পোশাক পরিকল্পনা: সোহাগ মিশ্র পোশাক ব্যবস্থাপনা: তূরী, মোরসালিন কোরিওগ্রাফি: কাঁকন চৌধুরী অঙ্গরচনা: জয়ন্ত ত্রিপুরা আলোক পরিকল্পনা: গোলাম ফারুক জয় সহযোগী নির্দেশক : সাজ্জাদুল শুভ, মোহাম্মদ রবিন সহযোগী পোশাক ব্যবস্থাপক : মোহাম্মদ রবিউল মঞ্চ ব্যবস্থাপনা: নাবিলা, জুনায়েদ খাদ্য ও পরিবহন: আশিক, নাঈমা, সাব্বির প্রচার ও প্রকাশনা: নাঈম, নিতু, অথৈ।

Leave a Reply

scroll to top