জাবিতে পহেলা বৈশাখ উদযাপনে কড়া নিরাপত্তা ব্যবস্থা

New-Project-1-12.jpg

জাবিতে পহেলা বৈশাখ উদযাপনে কড়া নিরাপত্তা ব্যবস্থা

জাবি প্রতিনিধি

“দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে—চিরায়ত একতার সুরে” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চৈত্র সংক্রান্তি ১৪৩১ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হচ্ছে। এই বিশেষ উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৩ এপ্রিল) জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নববর্ষের দিন ক্যাম্পাসে চলাচল সীমিত রাখা এবং নিরাপত্তা জোরদার করতেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট বন্ধ থাকবে এবং ১৩ এপ্রিল রাত ১০টা থেকে ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত নিরাপত্তাকর্মীদের মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের মোটরসাইকেলের ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিষিদ্ধ থাকবে।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোনো গাড়ি প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। পূর্বের নির্দেশনা অনুযায়ী, ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশাও ক্যাম্পাসে নিষিদ্ধ থাকবে।

নববর্ষের শোভাযাত্রার জন্য নির্ধারিত রুটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানস্থলে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ব্যাকপ্যাক বহনে নিরুৎসাহিত করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং সন্দেহজনক কাউকে প্রয়োজনে তল্লাশি চালানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও বটতলাসহ যেসব স্থানে খাবারের আয়োজন করা হবে, সেসব স্থানের আয়োজকদের খাবারের মানের প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

scroll to top