জাবিতে জলসিঁড়ি’র নতুন কমিটির প্রকাশ

New-Project-26.jpg

জাবিতে জলসিঁড়ি’র নতুন কমিটির প্রকাশ

২৪ ঘণ্টা বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ধীরাজ রায়কে সাধারণ সম্পাদক এবং একই ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী তুষার সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মো.ফেরদাউস ও রাহাতুল ফেরদৌস রাত্রি।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুরভী চক্রবর্তী প্রমা রাহা, অর্থ সম্পাদক প্রজ্ঞা প্রতিভা, সহ-অর্থ সম্পাদক আসিফ করিম পাটোয়ারী রুপম ও প্রান্ত রায়, দপ্তর সম্পাদক দীপান্বিতা চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক মৌমিতা কুণ্ডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌমিতা জান্নাত মেঘলা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর রায়, পাঠাগার বিষয়ক সম্পাদক নির্ঝরা দেবনাথ ও ফাইজা আনতারা।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন- মো. শাফিউর খান সিয়াম, নুরেতাজ ইসলাম কথা, সবুজ চন্দ্র রায় অবন্তিকা, দাস দিশা, চৌধুরী মাহবুবুল মুরসালিন, দ্বীপ দাস, এস এম তানভীর আহমেদ প্রত্যয়, সুশান্ত সাহা, ইফফাত, জাহান বিথী, কাশফিয়া ইসলাম নোভা, সাবা তাবাচ্ছুম, মেজবাউল আলম, মহিউদ্দিন আহমেদ ।

নতুন কমিটির সাধারণ সম্পাদক ধীরাজ রায় বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি গানের পাশাপাশি নাট্যচর্চা, কবিতা আবৃত্তিসহ অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম করে থাকে। এটি বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেশি সমৃদ্ধ করার প্রচেষ্টা থাকবে।’

উল্লেখ্য, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই’- স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর জলসিঁড়ি যাত্রা শুরু করে। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন।

Leave a Reply

scroll to top