জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩-২৪ এর ফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগকে ১৪ রানে হারিয়ে দীর্ঘ দশ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ।
আজ বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি)কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্ত :বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর ফাইনাল খেলা। খেলায় ইতিহাস বিভাগ ১৪ রানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টসে জিতে ইতিহাস বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি প্রাণবন্ত ফাইনাল ম্যাচ উপহার দেয়ার জন্য উভয় দলকে অশেষ ধন্যবাদ। আমি প্রত্যাশা করি, আন্তঃবিভাগ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসকল প্রতিযোগিতার আয়োজন করা হয়, এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো ভালো খেলোয়ার উঠে আসবে। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “খেলায় হারা বা জেতা নয়; অংশগ্রহণ করাই বড় কথা। আশা করি এখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে নেবে। আমাদের কৃতি শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। যাতে করে আমরা তাদের নিয়ে গর্ব করতে পারি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বিজিত এবং বিজয়ী উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “ক্রিকেট একটি ভদ্র মানুষের খেলা। এই মূল্যবোধটিকে সামনে রেখে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে ও ক্রীড়াঙ্গনের পরিবেশ কে শান্তিময় রাখবো। এছাড়া প্রতিটি খেলা যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সহযোগিতা করব।”
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এর আগে রাজধানীর পল্লবীর স্পোর্টস অ্যারেনায় দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ জেইউ ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ ‘। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সেই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ।