চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ

New-Project-2025-02-20T223015.882.jpg
নিজস্ব প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়নয় ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলকে হেসে খেলে হারালো ভারত। বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা।

শুরুতেই ছন্দপতন হয় বাংলাদেশের। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর মেহেদী হাসান মিরাজ ব্যাক্তিগত ৫, তানজিদ হাসান ২৫ ও মুশফিকুর রহিম শুন্য রানে আউট হন। এতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ ইউকেটে ৩৫ রান।

৬ষ্ঠ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েছেন জাকের ও হৃদয়। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের রেকর্ড জুটি এবং ভারতের বিপক্ষেও তাদের যে কোনও উইকেটে সর্বোচ্চ। দুজনের এই জুটির ওপর ভর করে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ।

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে টাইগাররা যখন খাদের কিনারায় তখন শক্ত হাতে হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়ে জাকের ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তাসকিনকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান তাওহীদ হৃদয়। ইনিংসের ৪৯ তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি তুলে নেন এই মিডল অর্ডার ব্যাটার। ১১৪ বলে সেঞ্চুরি করার পথে ছয়টি ৪ ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৬৯ রান যোগ করেন রোহিত ও গিল। এরপর ৪১ রান করা রোহিতকে ফেরান তাসকিন আহমেদ। রিশাদ হোসেনের বলে কোহলি (২২ রান) ফেরেন ১১২ রানে। দলীয় ১৩৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন শ্রেয়াস আইয়ার (১৫), মোস্তাফিজুর রহমানের বলে। তবে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়ানো গিল। ফলে  ৪ উইকেট হারিয়ে বিশান ব্যবধানে জয় পায় ভারত। শুভমান গিল করে অপরাজিত সেঞ্চুরি। অবশ্য আলাদা করে গিলের কথা বলতেই হবে। দুবাইয়ের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে অসাধারণ এক শতরান তুলেন তিনি। ১২৫ বলে দেখা পান তিন অঙ্কের ম্যাজিক্যাল স্কোরের। এটি তার ক্যারিয়ারের ৮ নম্বর ওয়ানডে শতক। শেষ অব্দি দলকে জিতিয়ে তিনি নটআউট ১২৯ বলে ১০১ রানে। অন্যপ্রান্তে লোকেশ রাহুল অপরাজিত ৪১।

scroll to top