বলিউড সুপারস্টার আমির খান। নামটাই যেন সিনে-ব্যাকরণ শেখার জন্য যথেষ্ট। একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তার ভালোবাবেই জানা। তবে বছর খানেক ধরেই বক্স অফিসে আমির খানের বাজার মন্দা। একের পর এক ফ্লপের ধাক্কা। এরই মধ্যে নতুন লুকে নেটপাড়ায় তুমুল শোরগোল ফেলেছেন মিস্টার পারফেকশনিস্ট।
জানা যায়, একটি পানীয় কোম্পানির বিজ্ঞাপনের জন্যই আমির খান গুহামানবের বেশ ধারণ করেছেন। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক নিয়েছেব।
মেকআপেও কোনো রকম কসরত বাকি রাখেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক এনেছেন।
এদিকে দিনকয়েক আগেই ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছেন অভিনেতা। অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা নেই তার।
‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আমির জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তার ‘তারে জমিন পার’-এর সিকুয়েল সিনেমা। এ ছাড়া আমির প্রযোজনাতে মন দিয়েছেন। তাঁর প্রযোজিত সিনেমায় দেখা যাবে সানি দেওলকে। ছবিটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাবে।