গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

New-Project-12-6.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছের ঘটনাগুলো রিপোর্ট করার সময় আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকদের বহনকারী ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়।

আজ বৃহস্পতিবার সকালে আল–জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এসব তথ্য জানান। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে একটি গাড়ি আগুনে পুড়ে যেতে দেখা গেছে। ভিডিওটি থেকে সাদা রঙের একটি ভ্যানের স্ক্রিনশট নেওয়া হয়েছে, যেটিতে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি লিখা ছিল।

নিহত সাংবাদিকরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি।

আল–জাজিরার আনাস আল–শরিফ জানান, নিহত আয়মান আল–জাদির স্ত্রী আল–আওদা হাসপাতালে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী–সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।
হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

Leave a Reply

scroll to top