গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাঙ্গাবালীতে বিক্ষোভ

New-Project-1-7.jpg

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাঙ্গাবালীতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

গাজায় ইসরায়েলের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিমদের হত্যাযজ্ঞের প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদি জনতা। সোমবার বিকেল ৫টায় উপজেলা সদরের বাহেরচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহেরচর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে  পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো চৌরাস্তা এলাকা। ক্ষুব্ধ জনতা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে স্লোগানে বলেন, ‘ফিলিস্তিনের রক্ত বৃথা যাবে না, ইসরায়েলি সন্ত্রাসীদের বিচার চাই, স্বাধীন ফিলিস্তিন চাই।’

পথসভায় বক্তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি আল-আকসা পুনরুদ্ধার, গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং মুসলিমদের প্রতি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি, শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

scroll to top