কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জরিমানাসহ  তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

New-Project-2025-03-12T153148.786.jpg
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

একই ঘটনায় দুই অপ্রাপ্তবয়স্ককে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। বুধবার (১২মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির ও শরীয়তপুরের পালং মডেল থানার (সদর) চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। দণ্ডের পাশাপাশি এদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

সাজার বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি এরশাদ আলম (জর্জ) বলেন, ‘যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামি কারাগারে রয়েছেন। এদিন তাঁদের আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। দুই অপ্রাপ্তবয়স্ক পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আটকাদেশসহ পরোয়ানা জারি করা হয়েছে।’

মামলার রায়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৭ জুন ১৩ বছর বয়সী কিশোরী তার এক বান্ধবীকে নিয়ে কামরাঙ্গীরচরে রসূলপুরে চটপটি খেতে যায়। সেখানে তিনজন বন্ধুর সঙ্গে কিশোরীর দেখা হয়। এরপর  খাওয়াদাওয়া শেষ করে রাত ১১টার দিকে তারা যখন হাসান নগর এলাকায় আসে,তখন আসামিরা ভিকটিমকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগরের নুর আলমের বাসার নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা মামলা করেন। মামলাটি তদন্ত করে কামরাঙ্গীরচর থানার ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Leave a Reply

scroll to top