কানাডায়  নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি, ট্রুডো যুগের সমাপ্তি

New-Project-2025-03-10T105327.318.jpg
নিজস্ব প্রতিবেদক

কানাডায় দীর্ঘ এক দশক পর শেষ হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুগের। তাঁর দল ক্ষমতাসীন লিবারেল পার্টির দলের নতুন নেতা নির্বাচিত করেছে। এর আগে, ট্রুডো গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি মনোনীত হয়েছেন। গতকাল(৯মার্চ) রোববার লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কার্নি এমন সময়ে দায়িত্ব নিচ্ছেন যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা কানাডার অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। কার্নি এই পরিস্থিতিকে ‘জাতির ভবিষ্যৎ নির্ধারণকারী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর-পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে এবং তিনি আলবার্টায় বেড়ে ওঠেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংক অব কানাডা (২০০৮-২০১৩) এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর (২০১৩-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে আর্থিক সংকট মোকাবিলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে।

৫৯ বছর বয়সী কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেছেন। এই প্রতিযোগিতায় লিবারেল পার্টির প্রায় ১ লাখ ৫২ হাজার সদস্য ভোট দেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক সমাবেশে ট্রাম্পকে ইঙ্গিত করে কার্নি বলেন, ‘এক ব্যক্তি আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন।’ এর পরপরই সমাবেশ থেকে জোরালো সমর্থন পান তিনি। তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) কানাডার শ্রমিক, পরিবার ও ব্যবসার ওপর আক্রমণ করছেন। আমরা তাঁকে সফল হতে দিতে পারি না।’

রাজনীতিতে নতুন হলেও কানাডার হবু প্রধানমন্ত্রী কার্নি দাবি করেছেন, দলকে পুনর্জীবিত করা এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনার দায়িত্ব পালনের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। ট্রাম্প নতুন শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন, যা কানাডার রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য ভয়াবহ হবে।

কার্নি বলেন, ‘এটি স্বাভাবিক নিয়মে চলবে না। আমাদের এমন কিছু করতে হবে যা আগে কল্পনাও করিনি, এমন গতিতে যা আমরা সম্ভব বলে ভাবিনি।’

Leave a Reply

scroll to top