দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মাঝে শুটিং থেকে কিছুটা দূরে থাকলেও সম্প্রতি ফিরেছেন কাজে। অংশ নিয়েছেন ঈদের নাটকেও। আর এই ব্যস্ততার মাঝেই ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার মুখোমুখি হয়েছেন তিনি। জানিয়েছেন, তার ব্যস্ততার কথা।
বৃন্দাবন দাসের লেখা, সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক। এক রিকশাচালকের প্রেমের করুণ পরিণতি গল্প এ ধারাবাহিকের পটভূমি। এই নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার প্রিয় বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশির। তবে কিছুদিন আগে, সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন এই অভিনেত্রী।
চঞ্চল চৌধুরী বলেন, এ নাটকে শাহনাজ খুশির অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিং শুরুর আগের দিনই দুর্ঘটনা। কপালে ১০টা সেলাই পড়েছে তার। চোখমুখ ফুলে আছে এখনো। গত পরশু দেখতে গিয়েছিলাম। তিন দিন আউটডোরে শুটিং করছি। শনিবার আবার হয়তো দেখতে যাব।
চঞ্চলের অবসরের পেছনে কোনো কারণ আছে কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘বাংলাদেশের বিনোদন দুনিয়ায় কাজের পরিস্থিতিতে মন্দা চলছে। ফলে আগের তুলনায় কম কাজ হচ্ছে। একসময় প্রচুর কাজ করেছি। এখন বিশেষ কাজ ছাড়া করতেও ইচ্ছে করে না। শুধু শুধু কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছে নেই। বুঝেশুনে এমন কাজ করতে চাই, যে কাজগুলো বহুদিন থেকে যাবে!’