কয়লা সংকটে মাতারবাড়ি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

New-Project-34.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

কয়লা সংকটের কারণে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে এ দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার।

তিনি জানান, বিদ্যুৎ প্রকল্পের ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে কয়লা আনা হয়। অগাস্টে জাপানি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি শেষ হয়েছে।

তবে সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে অথবা আগামী মাসে থেকে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক।

Leave a Reply

scroll to top