ইসলামী শরিয়াহ মোতাবেক সামর্থবাদেরও ওপর ওয়াজিব ইবাদত। ফিতরা বা সাদাকাতুল ফিতর হচ্ছে- এমন এক ইবাদত, যা ঈদের নামাজের অসহায় গরিব মানুষের মাঝে পৌঁছে দিতে হয়। এটিকে যাকাতুল ফিতরও বলা হয়। ঈদের দিন সকালেও যদি কারো নিসাব পরিমাণ (সাড়ে ৭ ভরি সোনা বা ৫২ ভরি রুপা বা সমমূল্যের ব্যবসাপণ্য) সম্পদ থাকে তাহলে তার এবং তার পরিবারের ছোট বড় সব সদস্যের ফিতরা আদায় করতে হবে। এটা ওয়াজিব। সাদাকাতুল ফিতর আদায় করলে রোজার ক্ষতগুলো পূরণ হয়ে যায়।
এ বছর সরকার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করেছে। ‘জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি’ আজ ১১ মার্চ ফিতরার এই পরিমাণ নির্ধারণ করে। এবার সর্বোচ্চ ফিতরা হচ্ছে ২ হাজার ৮০৫ টাকা। গতবছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা। আর সর্বোচ্চ ফিতরা ছিল ২ হাজার ৯৭০ টাকা। ইসলামী শরিয়াহ মোতাবেক গম, যব, কিশমিশ, খেজুর ও পনির- এই পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যাবে। এই পাঁচটি পণ্যের মধ্যে গম বা আটাকে সর্বনিম্ন ধরা হয়।
গম বা আটা দিয়ে ফিতরা দিলে ১ কেজি ৬৫০ গ্রাম দিয়ে বা এই পরিমাণের বাজার মূল্য ফিতরা হিসেবে আদায় করতে হবে। আর যব, খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে আদায় করতে হবে।
‘জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী এবার গম বা আটার বাজারমূল্য হিসেবে সর্বনিম্ন ফিতরা হচ্ছে ১১০ টাকা। আর যব দিয়ে ৫৩০ টাকা, খেজুর দিয়ে ২ হাজার ৩১০ টাকা, কিশমিশ দিয়ে ১ হাজার ৯৮০ টাকা ও পনির দিয়ে ২ হাজার ৮০৫ টাকা। ব্যক্তি নিজ নিজ সামর্থের আলোকে ফিতরা আদায় করতে পারবেন।