বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর নিজ বাড়িতে হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে আলাদা কক্ষে নেওয়া হয়েছে তাকে। চিকিৎসকেরা জানালেন, সাইফের অবস্থা আগের তুলনায় বেশ ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন।
হামলার ঘটনার পর থেকেই বিভিন্ন ভারতীয় গণমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল বৃহস্পতিবার সাইফের বড় ছেলে ইব্রাহিম আলী খান অভিনেতাকে অটোতে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
তবে এ ব্যাপারে শুক্রবার আসল তথ্যটি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী ডা. নীরজ উত্তমণি। তিনি বলেন, ‘রাতে সাইফ আলী খান হাসপাতালে আসার পর আমিই সেই চিকিৎসক ছিলাম, যার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়ছিল। তিনি পুরো রক্তাক্ত ছিলেন। তাঁর সারা শরীর দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তিনি সিংহের মতো হেঁটে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিল ছয়-সাত বছরের ছোট্ট তৈমুর। তৈমুরের হাত ধরে তিনি হাসপাতালে এসেছিলেন। বাস্তবেই তিনি হিরো। সিনেমার পর্দায় হিরোগিরি করা ঠিক আছে, কিন্তু ঘরে আপনার ওপর কেউ হামলা করল আর প্রকৃত হিরোর মতো তখন রুখে দাঁড়ানো এবং সেখান থেকে এভাবে বেরিয়ে আসা, মুখের কথা নয়।’
বর্তমানে কিছুটা হাঁটাতে পারছেন সাইফ। নিউরোসার্জন নিতিন ডাঙ্গে আর তার দল সাইফের অস্ত্রোপচার করেছে। চিকিৎসক নিতিন জানিয়েছেন যে শুক্রবার সাইফকে হাঁটাচলা করানো হয়েছে। আর তাঁর হাঁটতে কোনো অসুবিধা হয়নি। চিকিৎসক আরও জানিয়েছেন যে আজ সাইফকে সাধারণ খাবার দেওয়া হয়েছে।