“আমাকে ভয় দেখিয়ে কিছু করানো যাবে না”- ডাকসু প্রসঙ্গে ভিসি

New-Project-20-1.jpg

"আমাকে ভয় দেখিয়ে কিছু করানো যাবে না"- ডাকসু প্রসঙ্গে ভিসি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনকে ঘিরে গঠিত তিনটি কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন দেওয়া হবে।।

রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে তিনটি কমিটি কাজ করছে। প্রশাসন কোনোভাবেই এদের কাজে নাক গলাচ্ছে না। নির্বাচন কবে হবে, সেটি এই কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হবে। তাদের মতামতের ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।”

উপাচার্য আরও বলেন, “আমরা কোনো চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছি না। আমাকে ভয় দেখিয়ে কিছু করানো যাবে না। আমি ভয় পাই, তবে ভয় পেয়ে কাজ করি না।”

ড. নিয়াজ আহমেদ খান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা ডাকসু নির্বাচন করতে চাই — এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের জুলাই স্পিরিটের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই কমিটমেন্ট থেকেই আমরা এগোচ্ছি।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চার যে পদ্ধতি রয়েছে, সেটিকে আবারও সচল করতে চান। “আমরা সেই পদ্ধতিকে রিভাইভ করতে চাই, যাতে শিক্ষার্থীরা মত প্রকাশের অধিকারসহ নেতৃত্ব গঠনের সুযোগ পায়।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই কমিটিগুলোর কাজ শেষ হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য , গঠিত কমিটির সদস্যগণ বিভিন্ন অনুষদ ও আবাসিক হলসমূহের প্রতিনিধিত্ব করেন, যা ছাত্রসমাজের মতামতের বহুমাত্রিক প্রতিফলন। কর্তৃপক্ষ আশাবাদী, নতুন কমিটি ছাত্রছাত্রীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করে তাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

গঠিত কমিটির সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর গঠনমূলক কার্যক্রমে সবসময় সহযোগিতা করবে এবং যৌথভাবে একটি শিক্ষাবান্ধব, সৃজনশীল ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠনে কাজ করে যাবে।

Leave a Reply

scroll to top